ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৯, ১০ সেপ্টেম্বর ২০২২

রাজবাড়ী সদর উপজেলার মাধবলক্ষ্মীকোল গ্রামে পুকুরে ডুবে তাইবা খাতুন (৬) ও সোয়াইব (৬) নামে দুই মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজবাড়ী সদর উপজেলার মাধবলক্ষ্মীকোল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শিশু সোয়াইব রাজবাড়ী সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাসুদের ছেলে আর তাইবা মাধবলক্ষ্মীকোল গ্রামের রুবেল শেখের মেয়ে। 

তাইবার চাচা সোহেল শেখ বলেন, বাড়ীতে খেলতে খেলতে ভাইয়ের মেয়ে তাইবা ও চাচাতো বোনের ছেলে সোয়াইব পুকুরের পানিতে ডুবে যায়। তাদেরকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রাজবাড়ী সদর হাসপাতালে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন বলেন, দুই শিশুকে বিকাল সাড়ে ৩টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।  

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি