ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুই খেলার সাথীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫২, ১০ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পানিতে ডুবতে থাকা দুই খেলার সাথীকে বাঁচাতে গিয়ে মল্লিকা (১১) ও ময়না (৮) নামের অপর দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১০) দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের আরাজী দৌলতপুর গরপাড়ায় এই ঘটনা ঘটে। 

নিহত শিশু মল্লিকা দৌলতপুর গ্রামের মহেন চন্দ্রের মেয়ে এবং ময়না একই গ্রামের মালা রায়ের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম বলেন, দুপুরে দিকে বাসার পাশে পুকুরে গোসল করতে যায় মল্লিকা, ময়না, তৃপ্তি, সাথি ও সরল। হঠাৎ করেই সরল ও সাথি পানিতে ডুবে যেতে দেখে মল্লিকা, ময়না ও তৃপ্তি তাদের বাঁচাতে এগিয়ে যায়। এসময় তারাও পানিতে ডুবে যায় এবং পরে মল্লিকা ও ময়নার মৃত্যু হয়। 

স্থানীয়রা পরে বাকী তিনজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করে দেয়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি