ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে ব্যবসায়ী‌কে গুলি ক‌রে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২১:২১, ১০ সেপ্টেম্বর ২০২২

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে আরিফুল ইসলাম রকি (২৫) নামে এক ব‌্যবসায়ী‌কে গু‌লি ক‌রে হত্যা করে‌ছে দূর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে খানখানাপুর ইউ‌নিয়ন প‌রিষদ সংলগ্ন হাই স্কুলের সাম‌নে এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম র‌কি সদর উপজেলার খানখানাপুর সরদার পাড়ার রাজ্জাক শেখের ছেলে এবং পেশায় একজন প‌ল্টি মু‌রগি ব‌্যবসায়ী ছিলেন।

স্থানীয় আবুল কালাম জানান, সন্ধ্যা ৬টার দি‌কে খানখানাপুর ইউ‌নিয়ন প‌রিষদ সংলগ্ন হাই স্কুলের সামনে ব‌সে ছি‌লেন র‌কি। এ সময় খানখানাপুর বাজা‌রের দিক থে‌কে মোটরসাই‌কে‌লে ক‌রে এসে কিছু দূর্বৃত্ত তা‌কে লক্ষ‌্য ক‌রে গুলি করে পা‌লি‌য়ে যায়। এতে মাথা ও বু‌কে গু‌লিবিদ্ধ হ‌য়ে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হাসান ঘটনার সত‌্যতা‌ নি‌শ্চিত ক‌রে জানান, কে বা কারা কি কার‌ণে তাকে গুলি করে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধা‌ন ও দূর্বৃত্ত‌দের শনা‌ক্তের চেষ্টা চল‌ছে। 

এদিকে, জেলা পু‌লি‌শের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন বলেও জানান তিনি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি