ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নাটোরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ১১ সেপ্টেম্বর ২০২২

নাটোরে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি চালু করা হয়। 

রোববার সকাল সাড়ে ১০টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর জংশন স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে। 

আব্দুলপুর রেলওয়ে জংসন স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, আজ রোববার সকালে সাড়ে ১০টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছায়। ট্রেনটি রাজশাহীমুখি লাইনে যাওয়ার জন্য  ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে লাইনে উঠলে হঠাৎ করে ইঞ্জিনে আগুনের ধোঁয়া দেখতে পায় রেলের কর্মচারী ও কর্মকর্তারা। 

ইঞ্জিনের ভেতরে ঘর্ষণ থেকে ধোঁয়া বের হতে পারে বলে জানান তিনি।

আগুন লাগায় ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে ট্রেনের অপর একটি ইঞ্জিন এনে যাত্রীদের নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি। 

এতে কোন হতাহতের ঘটেনি। এছাড়া ট্রেন চলাচলেও কোন বিঘ্ন ঘটেনি।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি