ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলার বিচার শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ১১ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৫:২৫, ১১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে কক্সবাজারের জেলা দায়রা জজ আদালত।

রোববার (১১ সেপ্টেম্বর)  এ আদেশ দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানান, পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে বিচারকাজ শুরুর আদেশ দিয়েছেন বিচারক। তবে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণের শুনানিটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। এ মামলায় মোট সাক্ষী ৩৮ জন।

গত ১৩ জুন আদালতে মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

২৯ আসামির মধ্যে ১৫ জন কক্সবাজার জেলা কারাগারে আছেন। ১৪ জন ঘটনার পর থেকে পলাতক। আসামি সবাই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। 

২০২১ সালে ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া আশ্রয়শিবিরের ডি ব্লকের ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ (৪৮)। 

পরের দিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি