ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়িতে ডাকাতি, নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ১২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১১:১৮, ১২ সেপ্টেম্বর ২০২২

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একাধিক গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশের ধাওয়ায় এক ডাকাতের মৃত্যু হয়েছে। তবে ডাকাতের হামলায় ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

রোববার দিনগত রাত ৩টার দিকে পিকআপভ্যান, কাভার্ডভ্যান ও ট্রাক থামিয়ে টাকা, মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতদল। এ সময় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইমাম হোসেন (১৭) ও হৃদয় (১৮) নামের দুজনকে গুরুতর আহত করে।

ঘটনা ঘটে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখালীতে। নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে ও ডাকাতের মৃত্যু হয়।

ঘটনায় আহতেরা জানান, রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কেউটখালী এলাকায় ঢাকামুখী সার্ভিস লেনে বৃষ্টির মধ্যে রাস্তায় ব্যারিকেড দেয় ডাকাতদল। এ সময় সাত থেকে আট জনের সংঘবদ্ধ দল একাধিক গাড়িতে ডাকাতি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাতেরা পালিয়ে যায়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত চিকিৎসক মারুফা আক্তার বলেন, “হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।”

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এক্সপ্রেসওয়েতে একাধিক বাসে ৭-৮ জনের একদল ডাকাত ডাকাতি করে বাস থেকে নেমে দৌঁড়ে পালানোর সময় কেউটখালীতে এলাকাবাসীর হাতে একজন ধরা পড়ে। এসময় গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়। লাশ শ্রীনগরের ষোলঘর হাসপাতালে রয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।”
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি