ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুয়াকাটায় উচ্চ জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত, অব্যাহত ভারী বৃষ্টিপাত

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৯, ১২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৬:২১, ১২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরে গভীর নিন্মচাপের প্রভাবে কুয়াকাটা-কলাপাড়ায় শনিবার থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট বেড়েছে। এরফলে বেড়িবাঁধের বাইরে এবং চর ও নিম্নাঞ্চল শনিবার থেকে দু’দফা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।

বঙ্গোপসাগর উত্তাল থাকায় সহস্রাধিক মাছধরা ট্রলার ইতিমধ্যে কুয়াকাটা সংলগ্ন শিববাড়িয়া নদীতে নিরাপদ অশ্রয় নিয়েছে। পর্যটন নগরী কুয়াকাটায় অবস্থানরত পর্যটকদের সাগরে সাঁতার কাটতে নিষেধ করে নির্দেশনা দিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। পাশপাশি নিরাপদে চলাচল করার জন্য প্রচারণা চালানো হচ্ছে।

সোমবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৭৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর পটুয়াখালী অফিস। আবহাওয়া অফিস জানায়, উপকূলীয় এলাকায় দিয়ে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও কুয়াকাটা এবং এর আশেপাশের এলাকায় আরও দু’দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

কোস্টগার্ড দক্ষিণ জোন (এক্স) বিএন স্টাফ অফিসার (অপারেশনপ) লে: মোহাম্মদ হাসান মেহেদী জানান, আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী কুয়াকাটাসহ উপকূলীয় অঞ্চলের জেলেদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনামূলক প্রচারনায় মাঠে রয়েছে কোস্টগার্ড।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি