ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩২, ১২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৮:১৭, ১২ সেপ্টেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ী শরীফ খাঁ হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিহার এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হল আখাউড়া উপজেলার চানপুর উত্তর পাড়া গ্রামের জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০), গাজী খাঁ (৬৫)। অপর আসামী আমানত খাঁ কে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। পাচঁজন আসামির মধ্যে আসামি আমির খাঁ মারা গেছে।

মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন আসামি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ আগস্ট আসামিরা সীমানা বিরোধের জের ধরে শরীফ খাঁকে আখাউড়া চানপুর উত্তর পাড়া বিবাদীদের বসত বাড়ির পূর্ব পাশে বৃটিশ পাকা রাস্তার উপরে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শরীফ খাঁর স্ত্রী মাজেদা বেগম পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ যুক্তি তর্ক শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি