ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ছাত্রছাত্রীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

 ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্কুলের একশ’ ৭০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও শিক্ষবৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড.আরুনাংশু দত্ত টিটো ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান যৌথভাবে পরিষদের হলরুম চত্বরে একশ’ ৪০জন শিক্ষার্থীর মাঝে ছয়লাখ ২৪ হাজার টাকা এবং ৩০জন ছাত্র-ছাত্রীর মাঝে বাইসাইকেল তুলে দেন।

আগামীতে স্থানীয় পর্যায়ে এরকম উদ্যোগ নেয়ারও আহ্বান জানিয়ে বিতরণকালে উপজেলা চেয়ারম্যান বলেন, এখন থেকে এই বাইসাইকেল চালিয়ে তারা স্কুলে যাবে। এতে তাদের সাহস ও মনোবল বাড়বে এবং তারা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে। সেই লক্ষ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি