ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাটোরে এসএসসি পরিক্ষার্থী গণধর্ষণের শিকার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৩, ১৪ সেপ্টেম্বর ২০২২

নাটোরে এসএসসি পরিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন জনসহ মোট পাঁচ জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে শহরের হাফরাস্তা এলাকার সাগর মিয়ার ভাড়া বাসায় গণধর্ষণের ঘটনা ঘটে। এদিকে এই ধর্ষণ ঘটনার খবর পাওয়ার পর নাটোর সদর থানার পুলিশ প্রায় সাড়ে চার ঘন্টার অভিযান চালিয়ে সদর উপজেলার তেলকুপি নুরানী পাড়া এলাকা থেকে চাঞ্চল্য সৃষ্টিকারি এই ধর্ষণ ঘটনায় জড়িত ৩ জন ও ২ সহযোগীসহ ৫ জনকে আটক করে।

আটককৃতরা হলো- শহরের কানাইখালী এলাকার আফজাল হোসেনের ছেলে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রনি মিয়া, একই এলাকার মৃত মোহাম্মদ  আলীর ছেলে রকি এবং আব্দুল মজিদের ছেলে সোহান। এছাড়া এ ধর্ষণের ঘটনায় সহযোগীতার অভিযোগে মৃদুল হোসেন এবং তার স্ত্রী মিথিলা পারভীনকে আটক করা হয়েছে।  

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে  রাজশাহীর বিনোদপুর থেকে আবির (২১) নামের এক দোকান কর্মচারী তার এস এসসি পরিক্ষার্থী প্রেমিকাকে নিয়ে নাটোর আসেন। পরে স্থানীয় এক বন্ধু তাদের বিয়ে দেওয়ার কথা বলে শহরের হাফরাস্তা এলাকায় মৃদুল ও মিথিলা দম্পতির বাসায় নিয়ে যান। এই দম্পতির সহায়তায় রনি, রকি ও সোহান ওই ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরবর্তীতে তাদের টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। 

পরবর্তীতে তারা ছাড়া পেয়ে রাত আনুমানিক ১১ টার নাটোর থানায় গিয়ে অভিযোগ করেন। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সক্রিয় হয় নাটোর থানা পুলিশ। মঙ্গলবার মধ্যরাত থেকেই অভিযান চালায় পুলিশ। সেই রাতেই মিথিলা ও মৃদুল দম্পত্তিকে শহরের হাফরাস্থা থেকে আটক করা হয়। 

পরে প্রায় সাড়ে ৪ ঘন্টার অভিযানে বুধবার ভোররাতে সদর উপজেলার তেলকুপি নুরানীপাড়া থেকে রনি, রকি ও সোহান নামে ওই তিন ধর্ষককে আটক করে। 

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি