ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নড়াইলে দুর্ঘটনায় ট্রলি হেলপার নিহত

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২৩, ১৪ সেপ্টেম্বর ২০২২

নড়াইলের কালিয়া উপজেলার উথলি এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রলি হেলপার সজিব শেখ (১৬) নিহত হয়েছে। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কালিয়া-খুলনা সড়কে উথলিতে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। সজিব কালিয়া পৌরসভার সীতারামপুরের রুলু শেখের ছেলে। 

স্থানীয়রা জানান, সজিব ট্রলির নিচে চাপা পড়লে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যু হয়। এ ঘটনায় অপর হেলপার রিহাদ শেখ (১৩) আহত হয়েছে। দুর্ঘটনার পর ট্রলি চালক নাহিদ পলাতক রয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি