মোংলায় চোরাই তেল জব্দ করেছে কোস্টগার্ড
প্রকাশিত : ১৭:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০২২
জাহাজ থেকে পাচার করে আনার সময় সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেলসহ একটি ষ্টীল বোট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে পশুর নদীতে অভিযান চালিয়ে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) এই চোরাই তেল জব্দ করে। তবে এরসাথে কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি তারা।
কোস্টগার্ডের দাবি, অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়।
কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান জানান, চোরাই তেলের সাথে জাহাজে ব্যবহৃত এক হাজার মিটার একটি রশিও জব্দ করা হয়। আইনগত ব্যবস্থা নিতে এগুলো মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসি
আরও পড়ুন