মিরসরাইয়ে অটোরিক্সায় কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৪
প্রকাশিত : ০৮:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সিএনজি চালিত অটোরিকশাকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী নিহত হন। আহত অবস্থায় আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনই মিরসরাইয়ের অধিবাসী। তারা হলেন উত্তর ঘরিয়াইশের সামসুদ্দিনের ছেলে শেখ ফরিদ (৩০), পশ্চিম রায়পুরের হারুন মিয়ার ছেলে সুমন (২৫) ও তার ভাই মেহেদী (২২) এবং পূর্ব রায়পুরের আবুল কাশেম (৬০)।
আহতরা হলেন, জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই মোস্তফা কামাল স্থানীয় বাসিন্দা রফিক (২৫), রায়পুরের আব্দুল আউয়াল (৫০), শাহ আলী (২৬) ও নুরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় জোনাকী বাসের ড্রাইভার ও একটি ট্রাকের ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে ঝগড়া করছিলেন। যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটি ওই স্থানটি ক্রস করছিল। এ সময় পেছন থেকে থেকে একটি কাভার্ড ভ্যান অটোরিকশাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। আহতদের একজন পুলিশ সদস্য বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগির।
আরএমএ
আরও পড়ুন