কুয়াকাটা সমুদ্র্রসৈকত এখন মৃত্যুফাঁদ (ভিডিও)
প্রকাশিত : ১২:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১২:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২২
জিওটিউব আর জিওব্যাগের মৃত্যুফাঁদ এখন কুয়াকাটা সমুদ্র্রসৈকত। জোয়ারের প্রবল স্রোতে জিওটিউবের দু’পাশের বালু সরে তৈরি বড় বড় গর্তে হতাহত হচ্ছেন পর্যটকরা। আর ভাটার সময় জিওব্যাগের শ্যাওলায় পা পিছলে আহত হচ্ছেন অনেকে। সৈকতেরও সৌন্দর্য্যহানিও করছে সেগুলো।
কুয়াকাটা সৈকতের ভাঙন ঠেকাতে সৈকতের জিরোপয়েন্ট থেকে পূর্ব-পশ্চিমে দুই কিলোমিটার অস্থায়ী ভিত্তিতে বালুভর্তি জিওটিউব ও জিওব্যাগ স্থাপন করেছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু পর্যটকরা সেসব স্থানে গিয়ে জিওটিউবের গর্ত আর জিওব্যাগের শ্যাওলায় দুর্ঘটনার শিকার হচ্ছেন।
সম্প্রতি সাঁতার না জানা তিন পর্যটকের মৃত্যুও ঘটেছে।
গেল ত্রিশ বছরে কুয়াকাটা সৈকতে পর্যটক মারা যাওয়ার ঘটনা ছিল না। একমাসেই তিন পর্যটকের মৃত্যুতে তাই পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে।
সৈকতে ঘুরতে আসা একজন বলছেন, "জিও ব্যাগুলোর কারণে একবার ওপরে উঠতে হচ্ছে একবার নামতে হচ্ছে, স্লিপ কাটার ভয় আছে, সাথে বাচ্চাও আছে, তাই ঝুঁকি।"
আরেক পর্যটক বলছেন, "ইচ্ছা ছিলো সাগরে নামার কিন্তু এখানে যা পরিস্থিতি, যত্রতত্র জিও ব্যাগ ফেলা, তাই সৈকতে আর নামা হলনা।"
"হঠাৎ জোয়ার আসলে পেচনে সরে যেতে গেলেই পড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।" বলেন আরেক পর্যটক।
ট্যুরিস্ট পুলিশ বলছে, আরও নান্দনিক সৈকত থাকলেও পর্যটকরা এসেই জিরোপয়েন্টে নেমে পড়ায় দুর্ঘটনা ঘটছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, "জিরো পয়েন্টের ৫০০ গজ ডানে বায়ে গেলেই সৈকত যথেষ্ট নিরাপদ, কিন্তু পর্যটকরা এসেই জিরো পয়েন্টে নেমে পড়েন।"
সৈকতে জিওব্যাগ এবং জিওটিউব অপসারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন।
পদ্মাসেতু চালুতে দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু পর্যটনকেন্দ্র কুয়াকাটা। নিরাপদ ও নান্দনিক সমুদ্রসৈকতের প্রত্যাশা তাই পর্যটন সংশ্লিষ্টদের।
এসবি/
আরও পড়ুন