ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

লায়ন্স ক্লাব অব ঢাকা শরীয়তপুর সেন্ট্রালের অফিসারদের অভিষেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ১৫ সেপ্টেম্বর ২০২২

লায়ন্স ক্লাব অব ঢাকা শরীয়তপুর সেন্ট্রালের ২০২২-২৩ সেবা বর্ষের ক্লাব কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি শরীয়তপুর কলুকাঠি নড়িয়ায় অবস্থিত শরীয়তপুর সেন্ট্রাল লায়ন্স আই হসপিটাল প্রাঙ্গণে জেলা গর্ভনর লায়ন এবিএম আনোয়ারুল বাছেত নতুন বছরের জন্য ক্লাব কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক লায়ন এ কে এম শহীদুল হক, প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন, গর্ভনর চীফ এডভাইজার ও মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক ও গবেষক লায়ন ডা. আলমগীর মতি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক গর্ভনর লায়ন এটিএম নজরুল ইসলাম, ফাস্ট ভাইস ডিস্ট্রিক গর্ভনর লায়ন আহমদ উজ্জামান, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক গর্ভনর লায়ন শাফিউল আলম শামিম প্রমুখ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি