ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিরসরাইয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত : ১৬:১৫, ১৬ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন পারভীন আক্তার রুমা (৩৫) নামে এক দুই সন্তানের জননী।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব পোলমোগরা গ্রামের করিম উদ্দিন ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ পারভীন আক্তার রুমা ওই এলাকার জুবাইদুল ইসলাম তুহিনের স্ত্রী। তাদের তিসান (১৫) ও মুরশাদ (৭) নামে দুটি ছেলে সন্তান রয়েছে।

এ বিষয়ে খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু বলেন, বৃহস্পতিবার আমার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পূর্ব পোলমোগরা এলাকায় এক গৃহবধূর আত্মহত্যার কথা শুনেছি। কি জন্য আত্মহত্যা করছে তা আমার জানা নেই। খোঁজ খবর নিচ্ছি।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে যতটুকু মনে হচ্ছে, পারিবারিক কলহের কারণে গৃহবধূ আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার আগে সঠিক কিছু বলা যাচ্ছে না।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি