ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মিয়ানমারের মর্টারশেলের আঘাতে ১ রোহিঙ্গা নিহত, আহত ৫

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৭, ১৬ সেপ্টেম্বর ২০২২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু নোম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের ওপার থেকে আসা মর্টারসেল বিস্ফারণে মোহাম্মদ ইকবাল (১৫) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় আরও ৬ জন রোহিঙ্গা গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টারদিকে তুমব্রু নোম্যান্সল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি তুমব্রু নোম্যান্সল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানিয়েছেন, আজ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মিয়ানমারের ওপার থেকে একটি মর্টারসেল নিক্ষেপ করা হয়। এসময় মর্টারসেলটি বিস্ফোরিত হলে মোহাম্মদ ইকবাল (১৫) নামের একজন রোহিঙ্গা নিহত হয়। এতে আহত হয় ৬ জন রোহিঙ্গা। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দিল মোহাম্মদ আরও বলেন, মিয়ানমারের ওপার থেকে সে এদেশের সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে মর্টারসেল নিক্ষেপ করেছে।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ সহ স্থানীয় দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি