ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিখোঁজের তিনদিন পর ভেসে উঠলো যুবকের মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩০, ১৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর মরদেহ ভেসে উঠেছে আহামুদুল্লাহ মিদুল নামের এক যুবকের। 

শুক্রবার বিকালে সদর উপজেলার আলামিন নগর এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ।

নিহত আহামুদুল্লাহ মিঢুল (২৭) সদরের নলুয়া পাড়া এলাকার ওবায়েদুল্লার ছেলে। তিনি একটি রপ্তারিকারণ পোশাক কারখানায় কাজ করতেন।

নৌ-পুলিশের উপ-পরির্দশক মো. মোস্তাফা জানান, দুপুরে ওই এলাকার স্থানীয়রা থানায় খবর পাঠায় একটি মরদেহ ভেসে উঠেছে। পরে নৌ-পুলিশ গিয়ে মরহেদ উদ্ধার করে তীরে নিয়ে আসে। এসময় নিহতের স্বজনরা সেখানে শনাক্ত এটি আহামুদুল্লাহর মরহেদ। গত তিনদিন গোসল করতে এসে নিখোঁজ হন তিনি।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে নদীতে গোসল করতে বাসা থেকে বের হয়ে যায় আহামুদুল্লাহ। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। তার খোঁজে ওইদিন থেকে নদীসহ বিভিন্ন এলাকায় সন্ধান চলছিল কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। তিনদিন পর তার লাশ পাওয়া গেছে নদীতে।  

নৌ-পুলিশ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতের সুরতাহাল শেষে মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি