ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীমান্ত উত্তেজনা: সরিয়ে নেওয়া হলো ঘুমধুমের পরীক্ষা কেন্দ্র

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৩, ১৭ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১১:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত পরিস্থিতির কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের এসএসসি পরীক্ষা কেন্দ্র সরিয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং পরীক্ষা কেন্দ্রে নেয়া হয়েছে। 

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ তথ্য নিশ্চিত করেন। ঘুমধূমের এই কেন্দ্রে পরীক্ষার্থীর মোট সংখ্যা ৪৯৯ জন বলেও জানান তিনি। 

এর আগে সীমান্তের নো-ম্যানসল্যান্ডে মিয়ানমারের কয়েক দফা মর্টার শেলের হামলায় এক রোহিঙ্গা যুবক মারা গেছেন। আহত হয়েছে ৪ রোহিঙ্গা। এছাড়া শুক্রবার দুপুরে ৩৫ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন শূন্য রেখার কাছে এক বাংলাদেশী গরু আনতে গেলে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হয় অন্নথাইং তন্চইংগা। 

বেশ কিছুদিন ধরে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিদ্রোহী আরাকান আর্মির গোলাগুলি ও সংঘর্ষ চলছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে একাধিক দফায় প্রতিবাদ জানানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি