ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাটির তৈরি ঘরের দেয়াল ধসে বড়ভাই নিহত, ছোটভাই আহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের কাপাসিয়ার মাটির তৈরি ঘরের দেয়াল ধসে মোঃ নাঈম হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তার ছোটভাই। 

শুক্রবার রাতে কাপাসিয়ার দিঘধা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ছোটভাই নাদিম আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সিদ্দিকুর রহমানের বাড়িতে দুটি মাটির ঘর। এক ঘরে তিনি ও তার স্ত্রী এবং অন্য ঘরে থাকতেন দুই ছেলে নাঈম ও নাদিম। প্রতিদিনের মতো সব কাজ শেষ করে রাত ১১টার দিকে নাঈম-নাদিম ঘরে ঘুমাতে যান। এর মাঝে রাত ১২টার দিকে হঠাৎ করে বিকট শব্দে ধসে পড়ে ঘরের দেয়াল। 

এ সময় মাটির নিচে চাপা পড়ে নাঈম। আর আহত অবস্থায় নাদিমকে উদ্ধার করে স্থানীয়রা। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে নাঈমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাবেদ আলী খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি