ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘প্রধানমন্ত্রী গণমাধ্যমের প্রতি সম্মানশীল, সত্য প্রচারে বিশ্বাসী’

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৫:৪০, ১৭ সেপ্টেম্বর ২০২২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের প্রতি খুবই সম্মানশীল, তিনি সত্য প্রচারে বিশ্বাস করেন। আগামী নির্বাচনে সবাই অংশগ্রহণ করবেন, নির্বাচন চর্চার বিষয়ে বিবাধের বিষয়ে নয় বলে মন্তব্য করেন তিনি।
 
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, যে কোনো ধরনের দোষারোপ ও বিবাধ এগুলো নির্বাচনের বিষয় নয়। 

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, সংরক্ষিত নারী সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি