ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে বিদেশি মদসহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২০, ১৮ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে অভিযান চালিয়ে ইমাম হাসান ফাহাদ (২৪) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে দেওটি ইউনিয়নের কাড়িহাটি পূর্ব বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটককৃত ইমাম হাসান ফাহাদ সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওরকোট গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

র‌্যাব জানায়, ইমাম হাসান আর্থিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে ফেনী ও কুমিল্লা থেকে বিদেশিসহ বিভিন্ন ব্যান্ডের মদ পাইকারি ক্রয় করতো। পরবর্তীতে নোয়াখালীর বিভিন্ন স্থানে ওই মদগুলো খুচরা মূল্যে সে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে কাড়িহাটি পূর্ব বাজার থেকে তাকে আটক এবং তার জিম্মায় থাকা ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। থানার মাধ্যমে রোববার সকালে তাকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি