ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মহাসড়ক পার হওয়ার সময় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৮, ১৮ সেপ্টেম্বর ২০২২

টাঙ্গাইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সদর উপজেলার আশিকপুর বাইবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বামী-স্ত্রী হলেন, ভুঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের আমুলাদহ ভরট গ্রামের সত্যেন্দ্র মোদক (৭০) ও তার স্ত্রী মিনতি রানী মোদক (৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বগুড়া থেকে বাসযোগে টাঙ্গাইল আসার পথে বেলা ৩টার দিকে বাস থেকে আশেকপুর নেমে মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পতি। এসময় মহাসড়কে একটি অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে তাদের লাশ এলেঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আহসান।

তিনি বলেন, নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কেআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি