ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  

প্রকাশিত : ১০:৪২, ১৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। 

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকfলে নবীনগরের বড়াইল ও আশুগঞ্জের লালপুর, শরিফপুর ও দক্ষিন তারুয়ার কয়েকটি এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তবে আহতদের মধ্যে ৩০ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর হক বলেন, হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা আছে। আহতদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি