ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাকে খুঁজে পেতে ছবি হাতে পথে পথে ঘুরছেন ছেলে

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

হারিয়ে গেছে মা। মাকে খুঁজে পেতে ছবি সাথে নিয়ে পথে পথে ঘুরছেন ছোট সন্তান আব্দুস সাত্তার। প্রতিদিন সকাল থেকে রাত অবদি খোঁজাখুঁজি করেও মাকে না পেয়ে একবুক কষ্ট নিয়ে বাড়ি ফেরেন তিনি। 

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের মৃত মান্দার গাজীর স্ত্রী আমেনা খাতুন (৭৫)। বয়সজনিত কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে গত ২০ আগস্ট বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তিনি। 

সেই থেকে নিকটাত্মীয়সহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজ খবর নিয়েও মাকে আর ফিরে পাননি আমেনা খাতুনের ৫ ছেলেমেয়ে।

আমেনা খাতুনের ছোট ছেলে আব্দুস সাত্তার বলেন, “মা হারিয়ে গেছে আজ এক মাস হতে চলল। কাজের ফাঁকে প্রতিদিন ছবি হাতে বিভিন্ন জায়জায় মাকে খুঁজে ফিরি। অনেক খোঁজখবর নিয়েও না পেয়ে গত ৬ সেপ্টেম্বর বেনাপোল পোর্ট থানায় একটি মিসিং ডায়েরি করেছি। যার নং-২৫৪।”

মাকে ফিরে পেতে প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেন আব্দুস সাত্তার। আমেনা খাতুনের কেউ সন্ধান পেলে ০১৩০৭২০৭৬৩৭ এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি