ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জেলের জালে ধরা পড়লো ৫ মণ ওজনের ব্ল্যাক মার্লিন ফিস

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৬:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২শ’ কেজি ওজনের একটি ব্ল্যাক মার্লিন ফিস।

সোমবার দুপুরে এটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন জেলে হারুন মাঝি। এর আগে রোববার রাতে বঙ্গোপসাগরের ৮ম বাম এলাকায় মাছটি তার জালে ধরা পড়ে। এটির দৈর্ঘ্য ১১ ফুট ও প্রস্ত ২ ফুট। 

উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় মাছটি ১৫ হাজার টাকায় কিনে নেন জামাল নামের এক মৎস্য ব্যবসায়ী। তিনি এটিকে বিক্রির জন্য ঢাকায় পাঠাবেন বলে জানিয়েছেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ব্ল্যাক মার্লিন মূলত ভারত ও প্রশান্ত মহাসাগরে বেশি দেখা যায়। এমাছ ঘন্টায় ১৩২ কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম।

এছাড়া সকালে আনোয়ার হোসেন মাঝি নামের এক জেলে ৫০ কেজি ওজনের একটি পাখি মাছ সাগর থেকে শিকার করে আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি