ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

স্কুল থেকে ফেরার পথে ভ্যান চাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নওগাঁর আত্রাইয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মায়ের সামনেই ইজিবাই অটো চার্জার ভ্যানের চাপায় পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতের নাম রিয়াজুল ইসলাম রিফাত। 

সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের মহিলা কলেজ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজুল উপজেলার জয়সাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

নিহত শিশুর চাচা আব্দুল মান্নান বলেন, রিয়াজুল উপজেলা সদরের বিয়াম ল্যাবরেটরী স্কুল এ্যান্ড কলেজে প্লে-তে পড়তো। প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর রিয়াজুলের মা ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় মহিলা কলেজ রোডের জনস্বাস্থ্য অফিসের সামনে পৌঁছালে রিয়াজুল সড়ক পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা অটো চার্জার ভ্যান তাকে চাঁপা দেয়। 

এতে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করে চিকিৎসকরা। পরে তাকে রাজশাহী নিয়ে যাওয়ার পথে দুপুর ১টার দিকে রিফাত মারা যায়।

এ ব্যাপারে আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি