ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের অন্তঃস্বত্ত্বা গৃহবধু ফরিদা বেগম হত্যা মামলায় স্বামী সরোয়ার শেখকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ মামলায় অপর ৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ প্রদান করেন। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৬ জুলাই মধুখালীর নওপাড়া গ্রামের গৃহবধু ফরিদা বেগমকে যৌতুকের দাবিতে মারপিট করে স্বামী সরোয়ার শেখ। পরে স্বামীর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা ফরিদার লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সরোয়ার শেখ, মা সাহেরা বেগম ও দুই মামাকে আসামি করা হয়। 

দীর্ঘ শুনানী শেষে সোমবার এ রায় ঘোষণা করা হয়। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহতের স্বজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি