ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

দ্বিতীয় দিনে বরগুনা-ঢাকা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৩, ২০ সেপ্টেম্বর ২০২২

শ্রমিকদের মারধর ও চাঁদা দাবির অভিযোগে দূরপাল্লার পরিবহন মালিক, কাউন্টার ব্যবস্থাপক ও বাস-শ্রমিকদের ডাকে বরগুনা-ঢাকা রুটে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। 

মঙ্গলবারও বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস। এই রুটে সোমবার থেকে শুরু হয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট।

শ্রমিকদের অভিযোগ, পদ্মাসেতু চালু হওয়ার পর বরগুনা থেকে ঢাকা যাওয়ার পথে বরিশালের রুপাতলী বাসমালিক সমিতির লোকজন বাকেরগঞ্জে বাস চলাচলে বাধা দেওয়া, চাঁদা দাবিসহ বাস-শ্রমিকদের মারধর করেন। 

একমাস আগে রুট পারমিট না থাকার অজুহাতে বরগুনা-বাকেরগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ করে দেন বরিশালের বাসমালিক ও শ্রমিকরা। ফলে ৪০ কিলোমিটার ঘুরে ঢাকা-বরগুনা যাতায়াত করছিল বাসগুলো।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি