ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, ১০ বছরের জেল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ২০ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় সোহাগ আলী নামে এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর মোঃ সোহাগ আলী অত্যান্ত সু-কৌশলে পূর্ব পরিকল্পিতভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে ভাচুর ও ধুমড়ে-মুচড়ে ফেলে। আশপাশের লোকজন তা দেখে ছুটে গিয়ে তাকে আটক করে ও উত্তেজিত জনতা মারপিট করে। 

খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 

এ ঘটনায় প‌রিষ‌দের ক‌ম্পিউটার অপা‌রেটর আশরাফুল ইসলাম বা‌দি হ‌য়ে সোনারগাঁও থানায় ১৯৭৪ স‌ালের বি‌শেষ ক্ষমতা আই‌নে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। সে মামলায় সাক্ষীদের সাক্ষ্য শেষে আজ এ রায় ঘোষণা করেন বিচারক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি