ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জে চোলাই মদসহ দুই বিক্রেতা আটক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৫, ২০ সেপ্টেম্বর ২০২২

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুতহাটি গ্রামে অভিযান চালিয়ে জয় রোজারিও (৪২) ও প্লাবন ডি কস্তা (২১) নামে দুই মদ বিক্রেতাকে ১০ লিটার চোলাই মদ-সহ আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়ের বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ভজন চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত জয় রোজারিও ওই এলাকার সুনিল রোজারিও’র ছেলে ও প্লাবন নয়নশ্রী গ্রামের এন্থনি ডি কস্তার ছেলে।   

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয় দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে দেশিয় পদ্ধতিতে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সোমবার বিকেলে তাদের ধরতে ওঁত পেতে থাকে। এ সময় মদ তৈরিকালে জয় ও প্লাবনকে হাতেনাতে ধরে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ লিটার তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। 

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, দুই আসামীকে মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি