ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

অবৈধপথে মালয়েশিয়ার যাওয়ার প্রস্তুতি, রোহিঙ্গাসহ উদ্ধার ২২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৭, ২১ সেপ্টেম্বর ২০২২

সাগর পথে অবৈধপথে মালয়েশিয়ার যাওয়ার প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ৭ রোহিঙ্গাসহ ২২ জনকে উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। 

মঙ্গলবার গভীর রাতে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৭ রোহিঙ্গা ছাড়াও ১৫ জন বাংলাদেশী রয়েছেন। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, টেকনাফ নাইট্যংপাড়া এলাকার জামাল হোসেনের বাড়িতে রোহিঙ্গাসহ কিছু লোকের অবস্থানের খবর পেয়ে যৌথ অভিযান চালায় বিজিবি ও পুলিশ। এসময় ৭ জন রোহিঙ্গা ও ১৫ জন বাংলাদেশীকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য সেখানে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন তারা। 

এদের মধ্যে সাত রোহিঙ্গা বিজিবির হেফাজতে রয়েছে, তাদেরকে পুশব্যাক করা হবে বলে জানান ওসি। এছাড়া বাকী ১৫ বাংলাদেশীকে থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি