ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২০, ২১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সুজন খন্দকার (৩০) নামের এক এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী সাহারবাটি সড়কের চৌগাছা পশ্চিমপাড়া এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুজন খন্দকার চৌগাছা পৌরস্কুল পাড়ার রতন খন্দকারের ছেলে। সে পেশায় একজন ইটভাঙ্গা শ্রমিক। 

নিহত সুজন খন্দকারের বড় ভাই রাজু বলেন, “পারিবারিক কাজে একটি পালসার মোটরসাইকেল নিয়ে সাহারবাটি গ্রামের যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয় সে। স্থানীয়দের সহযোগিতায় তাকে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন বলেন, সুজন খন্দকারের মাথায় গুরুতর আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে। তবে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে জানান তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেঃ: আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিত্বে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি