ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পশুর চ্যানেলের ড্রেজিং বন্ধের ষড়যন্ত্রকারীদের শাস্তি দাবি

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:০২, ২১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মোংলা বন্দরের পশুর চ্যানেলে ড্রেজিং প্রকল্প বন্ধ হলে পণ্যবাহী বিদেশি জাহাজের আগমন বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে পদ্মা সেতুর সুফল ব্যাহতসহ বাধাগ্রস্ত হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং বাংলাদেশের উন্নয়ন। এ বন্দরের নৌ চ্যানেল সুরক্ষিত না থাকলে জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। 

এমন বাস্তবতায় ড্রেজিং বন্ধে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন বন্দরের কর্মরত সহস্রাধিক কর্মচারী।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বন্দর কর্তৃপক্ষের মূল ফটকের সামনে মানববন্ধনে অংশ নিয়ে এ দাবি করেন তারা। 

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের আয়োজনে এতে বক্তব্য রাখেন সংঘের সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক খুরশিদ আলম পল্টু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন খোকন ও যুগ্ম সম্পাদক সুজন মাহমুদসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, অবিলম্বে পশুর চ্যানেল ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন করে সাড়ে ৯ মিটার গভীরতার জাহাজ আগমনে নিশ্চিত করতে হবে। এছাড়া ড্রেজিং বন্ধের কুচক্রি মহলের দৃষ্টান্ত শাস্তির আওতায় এনে অচল হওয়ার সম্ভাবনা থেকে মোংলা বন্দরকে বাঁচাতে হবে। 

এই বন্দরসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মরত লাখ লাখ মানুষের জীবন-জীবিকা নির্বাহ বন্ধ হওয়ার উপক্রম থেকেও এ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান তারা। 

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি