ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব ও করণীয় নিয়ে গাজীপুরে গোলটেবিল বৈঠক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ২১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব ও আমাদের করণীয় নিয়ে গাজীপুরে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউ সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন এবং দৈনিক সমকালের আয়োজনে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। 

আলোচনায় গাজীপুরের বায়ুতে কি পরিমাণ বিষাক্ত ক্ষতিকর ধূলিকণা ও ক্ষতিকর পদার্থ বিরাজমান তা উঠে এসেছে। এর থেকে রক্ষা পেতে করণীয় নিয়েও প্রস্তবনা পেশ করা হয়েছে।

এই বৈঠকে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, জেলা প্রশাসক আনিসুর রহমান, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন এবং ওয়ার্ড ভিশন সংস্থার কর্মকর্তা মঞ্জু মারিয়া পালমা। 
আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি