ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির তৃতীয় চালান এলো মোংলায়

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৮, ২১ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৬:০০, ২১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চালানের জ্বালানি কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছে হংকং পতাকাবাহী এমভি সানিয়া নামে একটি বিদেশি জাহাজ।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় মোংলা বন্দরে হাড়বাড়ীয়ার ১৩ নম্বরে এ্যাংকোরেজ ভিড়েছে এই বাণিজ্যিক জাহাজটি। 

এর আগে মঙ্গলবার রাত ৮টায় দ্বিতীয় চালানে আসা কয়লা নিয়ে এমভি মাগদা-পি হাড়বাড়ীয়ার ১২ নম্বর এ্যাংকোরেজে ভিড়ে। তারও আগে প্রথম চালানের কয়লা নিয়ে এ বন্দরে আসে এমভি আকিজ হেরিটেজ। আর এসকল কয়লাই আমদানী করা হয়েছে ইন্দোনেশিয়া থেকে। 

বিদেশী জাহাজ এমভি সানিয়ার স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিকের ম্যানেজার খন্দকার রিয়াজুল হক জানান, রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে বুধবার সকাল ৯টায় বন্দর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১৩ নম্বরে এ্যাংকোরেজ করে এমভি সানিয়া। 

এ জাহাজটি হতে লাইটারে দুপুর ১২টা থেকে কয়লা খালাস শুরু হয়। এর আগে মঙ্গলবার রাতে ভেড়া এমভি মাগদা-পি জাহাজটি হতে রাতেই কয়লা খালাস ও লাইটারে পণ্য পরিবহণ শুরু হয়েছে বলে জানান রিয়াজুল হক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি