ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

পরকিয়ার জেরে শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ মা’র বিরুদ্ধে

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩১, ২১ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকিয়ার জেরে তাওসিফ নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মা ও কথিত সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তার মাকে আটক করলেও পালিয়ে যায় সৎ বাবা জুলহাস। 

বুধবার সকালে উপজেলার শিমুলিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সে পাইস্কা এলাকার জামাল উদ্দিনের ছেলে ও জনতা প্রাইমারি স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহত শিশুর বাবা জামাল উদ্দিন ও চাচা জানান, ২০০৮ সালে পাইস্কা এলাকার আব্দুর রহমানের মেয়ে শিলা আক্তারকে বিয়ে করেন জামাল। তাদের সংসারে তৌসিফ নামে এক ছেলে সন্তান জন্ম নেয়। গত এক বছর আগে তার স্ত্রী বোনের স্বামী জুলহাস সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের ডিভোর্স হয়। নিজের ছেলেকে কাছে রাখতে চাইলেও সাবেক স্ত্রী তার কাছেই রাখেন। তার সৎ বাবা ও মা মিলে তাওসিফকে শারীরিক ও মানসিক ভাবে বিভিন্ন সময় নির্যাতন করতো। ধারণা করা হচ্ছে সৎ বাবা ও মা মিলে তাকে শ্বাসরোধে হত্যা করে।

রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে। এ ঘটনায় বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলার অভিযোগ দিয়েছেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি