ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না মুনতাকিরের

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৪, ২২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৭:৩৬, ২২ সেপ্টেম্বর ২০২২

কক্সবাজারের পেকুয়ায় মায়ের সঙ্গে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত টমটম উল্টে মুনতাকির (৫) নামে এক শিশুর মত্যু হয়েছে। এসময় আহত হন শিশুটির মা টুম্পা।

বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী ফতেআলী মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মুনতাকির মগনামা ইউপির বাইন্যঘোনা এলাকার রেজাউল করিমের ছেলে।

নিহতের স্বজন আনছার কামাল বলেন, সকালে ছেলে মুনতাকিরকে সঙ্গে নিয়ে পেকুয়া বাজারে ডাক্তার দেখাতে যায় তার মা টুম্পা। চিকিৎসা শেষে টমটম গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তারা। বানৌজা শেখ হাসিনা সড়কের মাতবর বাড়ির পয়েন্টে টমটম গাড়িটি উল্টে আহত হন মা ও ছেলে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক শিশু মুনতাকিরকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী টমটম উল্টে শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি