ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জের শীর্ষ মাদক কারবারী ইখতিয়ার গ্রেপ্তার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২০:৫৫, ২২ সেপ্টেম্বর ২০২২

মাদক কারবারী ইখতিয়ার হোসেন আখতার

মাদক কারবারী ইখতিয়ার হোসেন আখতার

ঢাকার নবাবগঞ্জের শীর্ষ মাদক কারবারী ইখতিয়ার হোসেন আখতারকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামালের নেতৃত্বে এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় নবাবগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার মধ্যরাতে (২২ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করে দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন খেয়াঘাটের পাশে নদীর পাড় থেকে ১ হাজার পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরবর্তীতে এসআই এনামুল হক বাদী হয়ে মাদক আইনে ইখতিয়ার হোসেন আখতারের বিরুদ্ধে দোহার থানায় একটা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, নবাবগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী ইখতিয়ার দীর্ঘদিন ধরে দোহার-নবাবগঞ্জে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি