ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পটুয়াখালীতে ইয়াবাসহ কক্সবাজারের দুই নারী আটক

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৯:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২২

পটুয়াখালীর মহিপুরে বাসা ভাড়া নিয়ে মাদক কেনাবেচাকালে ৬৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে মহিপুর থানার আলীপুর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। 

আটকৃত রহিমা বেগম (৩৭) ও খোদেজা (৩২) নামের ওই দুই নারী সম্পর্কে দুই বোন। এদের স্থায়ী ঠিকানা কক্সবাজারের উত্তর নুনিয়াছড়া বলে জানিয়েছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে টেকনাফ ও মিয়ানমারের সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান এনে মহিপুর, আলীপুর ও কুয়াকাটা পৌর এলাকায় মাদকসেবীদের মাঝে সরবরাহ করে আসছিল। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ইয়াবাসহ দুই নারীকে আটকের কথা স্বীকার করে একুশে টেলিভিশন অনলাইনকে জানান, আলীপুরের একটি ভাড়া বাসা থেকে ৬৫৫ পিস ইয়াবাসহ আটকের পর এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। 

কেআই//এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি