ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

টঙ্গীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নানী-নাতনি নিহত 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫২, ২৩ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২১:০১, ২৩ সেপ্টেম্বর ২০২২

গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে নানী ও নাতনি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালক ও নিহত শিশুর মা। হতাহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে শিলমুনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইলের রওশন আরা বেগম ও তার কোলে থাকা ৬ মাসের শিশু নাতনি রাইসা ইসলাম। দুর্ঘটনায় নিহত শিশুর মা রিতা আক্তার ও ইজিবাইক চালক রুবেল আহত হয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, জয়দেবপুর থেকে ইজিবাইকে করে টঙ্গীর মরকুন এলাকায় মেয়ের বাসায় যাচ্ছিলেন রওশন আরা বেগম। এসময় তার সঙ্গে ছিলেন মেয়ে রিতা আক্তার ও ৬ মাস বয়সী শিশু নাতনি রাইসা ইসলাম। বিকেলের দিকে তাদের বহনকারী ইজিবাইকটি নিমতলি রেলক্রসিং পার হয়ে শিলমুন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিরেরবাজারগামী সিমেন্টের একটি মিক্সার ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রওশন আরা ও তার কোলে থাকা শিশু রাইসা মারা যান। আহত অবস্থায় রিতা ও ইজিবাইক চালক রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ দুর্ঘটনার ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে চালক। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি