ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতি নিহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫২, ২৩ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২৩:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২২

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতি নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাঁচশিরা-মোলামগাড়ী সড়কের মহিরম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, কালাই উপজেলার শিকটা উত্তরপাড়া গ্রামের  মৃত অছির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) তার  নাতি একই গ্রামের মাহমুদুল হোসেনের ছেলে শাকিব হোসেন (৫)।  

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, নজরুল ইসলাম তার নাতিকে সঙ্গে নিয়ে  মোলামগাড়ীহাট থেকে  ব্যাটারী চালিত একটি অটোভ্যানযোগে তাদের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে উপজেলার মহিরম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি আলু বোঝায় ট্রাকের সঙ্গে ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই দাদা-নাতি নিহত হন। তবে দুর্ঘটনার পর ট্রাক আটক করা হলেও চালক ও তার সহকারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চালককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি