ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

বিপুল পরিমাণ ডলারসহ বেনাপোলে ২ যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:২১, ২৪ সেপ্টেম্বর ২০২২

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ দুই যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের তল্লাশি কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার কমলাঘাট এলাকার সাগর হোসেন (পাসপোর্ট নং এ-০২৯৯০৭৪৮) ও একই জেলার পাঁচগাঁও গ্রামের জসিম ঢালি (পাসপোর্ট নং এ-০২৯০৮২৪৮)।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদে জানা যায় ভারত থেকে বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে আসছে দুই যাত্রী। এ খবরে চেকপোস্ট কাস্টমস এলাকা নজরদারিতে রাখা হয়। 

বিকালের দিকে ভারত থেকে ওই দুই বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হয়ে গ্রীন চ্যানেল অতিক্রম করলে তাদের গতিরোধ করা হয়। প্রথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের কাছে কোন বৈদেশিক মুদ্রা নেই বলে অস্বীকার করেন তারা। 

এরপর তাদের চ্যালেঞ্জ করে ল্যাগেজ ও দেহ তল্লাশি করলে বিশেষভাবে রাখা এক লাখ ৭০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। যার পরিমাণ বাংলাদেশি টাকায় এক কোটি ৮০ হাজার টাকা।

আটক দুজনকে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি