ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:১০, ২৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।

আটককৃত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে তারা জড়িত বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত। শুক্রবার তাদের সংগঠনের কিছু স্থানের তথ্য পেয়ে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করা হয়। আটকের পর তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে। 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কিশোরগ্যাংয়ের অপরাধ প্রতিরোধে গোয়েন্দা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি