৪টি ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার
প্রকাশিত : ১৩:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৩:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২২
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে বাবুল প্রকাশ গুটি বাবুল (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৪টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়।
শুক্রবার রাতে রামেশ্বপুর গ্রামের ওয়াজ উদ্দিন হাজী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল ওই বাড়ির মৃত নূর আলমের ছেলে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় ১১টি মামলা রয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ছয়ানী ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্রধারী বাবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৪টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন