ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জমি বিরোধ সমাধানে ডেকে ৫ জনকে কুপিয়ে জখম 

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২২

পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের মিমাংসার কথা বলে ডেকে নিয়ে ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। জখম ব্যক্তিদের পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দশমিনা উপজেলার বেতাগী-শাকিনপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এই ঘটনা ঘটে। 

হাসপাতালে চিকিৎসাধীন মোঃ কামাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ৬৯ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রাখেন মোঃ কাওসার মাওলানা গ্রুপ। ওই জমি ফিরে পেতে গত বুধবার দশমিনা আদালতে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন তার বড় ভাই ফজলে করিম। আদালতে মামলা হওয়ার পরে দখলদাররা ক্ষিপ্ত হয়ে উঠে।

পরে শুক্রবার সকালে গাবতলার মোর বাজারে বসে মীমাংসা হবে বলে তাদের ডেকে নেয় মোঃ নেছার উদ্দিন। ওই বাজারে গেলে পূর্বপরিকল্পিতভাবে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপরে অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ইমরান হোসেন (২৫), মোঃ মনির (৩৫), মোঃ ইব্রাহিম (৩০, নুরইসলাম (৬০) ও নুরুল হক ও কামাল হোসেনকে গুরুতর আহত হয়। 

পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।  

এবিষয়ে অভিযুক্ত মোঃ কাওসার মাওলানার কাছে জানতে চাইলে বলেন, “এ ঘটনায় আমাদের লোকজনও আহত হয়েছেন। তাদের নিয়ে হাসপাতালে আছি। পরে আপনার সঙ্গে কথা বলবো।” 

এ প্রসঙ্গে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
   
আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি