ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কিটনাশক খাইয়ে গৃহবধূ হত্যা, শ্বশুর-শাশুড়ি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে কিটনাশক খাইয়ে গৃহবধূ নাসিমা খাতুন (২৬)কে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে। তবে পলাতক রয়েছেন স্বামী সুমন।

শুক্রবার রাতে থানার ঝুরজুরি গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, স্বামী সুমনসহ পরিবারের লোকজন নাসিমা খাতুনকে প্রতিনিয়ত নির্যাতন করতেন। শুক্রবার রাতে তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে সুমন। এরপর জোর করে গ্যাস ট্যাবলেট খাইয়ে নাসিমাকে পুকুর পাড়ে ফেলে আসে স্বামী ও শ্বশুর।

পরে নাসিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের কাছে ঘটনার বর্ণনা দেওয়ার কিছুক্ষণ পরেই নাসিমার মৃত্যু হয়।

তাড়াশ থানার ওসি (তদন্ত) নুরে আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর আগে নিহত নাসিমা উপস্থিত লোকজনের কাছে স্বামী ও শ্বশুরের নির্যাতন ও গ্যাস ট্যাবলেট খাওয়ানোর বিষয়ে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর ও শাশুড়িকে থানায় আনা হয়েছে। তবে স্বামী সুমন পলাতক রয়েছেন বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি