ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০২২

মিরসরাইয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ থেকে খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মেহেরাব হোসেন মাহিন (১৪)। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর এলকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মেহেরাব উপজেলার মিঠানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ের সৌরভ হোসেন শিমুলের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ওই এলাকার একটি গ্যারেজে অটোরিকশা চার্জ থেকে খোলার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

উপজেলার জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন। পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি