ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জোড়া খুনের ২৪ ঘণ্টা না যেতেই আলমডাঙ্গায় যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১১:১৬, ২৫ সেপ্টেম্বর ২০২২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘরের তালা ভেঙে এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টা যেতে না যেতেই সানারুল ইসলাম (২৩) নামে এক যুবকের হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। বিষয়টি সন্দেহজনক সৃষ্টিতে দেখছেন স্থানীয়রা।

রোববার সকাল ৯টায় উপজেলার রেল রেলজগন্নাথপুর গ্রামের রেললাইনের উপর থেকে মরদেহ উদ্ধার করা হয়। সানারুল ইসলাম উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের দায়পাড়ার ঝড়ু মণ্ডলের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, ধারণা করা হচ্ছে রাত ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন এই যুবক। তার ডান হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। 

সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আশাদুল হক নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, সানারুল ইসলাম আলমডাঙ্গা শহরের একটি খাবার হোটেলে কাজ করতেন। শুক্রবার সে নিজ বাড়িতে আসে, রাতে কখন বাড়ি থেকে বের হন পরিবারের কেউ জানেনা। ভোরে স্থানীয়রা রেললাইনের উপর পড়ে থাকতে দেখে সানারুলের মরদেহ সনাক্ত করে তার পরিবারের সদস্যরা। 

ধারণা করা হচ্ছে, ট্রেনে কেটেই তার মৃত্যু হতে পারে। তার একটি হাত ও দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে ছিল। 

স্থানীয় একটি সূত্র জানায়, রাত ৪টার দিকে সানারুল একা একা রেললাইনের উপর কেন যাবে? বিষয়টি যথেষ্ট সন্দেহজনক। ঘটনাটি সুষ্ঠ তদন্ত করার দাবি জানিয়েছেন তারা।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি জেনেছি। হয়তো মোবাইল ফোনে কথা বলার সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। 

উল্লেখ্য, শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার এলাকা থেকে ঘরের তালা ভেঙে এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এঘটনার পুলিশ অভিযুক্তদের আটক করতে চেষ্টা চালাচ্ছেন বলে জানান ওসি সাইফুল ইসলাম। 

এর ২৪ ঘন্টা না পেরোতেই আলমডাঙ্গার রেল জগন্নাথপুর গ্রামের রেললাইনের উপর থেকে যুবকের হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করল রেলওয়ে পুলিশ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি