ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কাগজের নৌকা ভাসিয়ে সুন্দরবন দূষণের প্রতিবাদ 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ২৫ সেপ্টেম্বর ২০২২

মোংলা বন্দরসহ সুন্দরবন অঞ্চলের উপকূলীয় এলাকার নদ-নদী দখল ও দূষণের হাত থেকে রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও কাগজের প্রতীকী নৌকা ভাসিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। 

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও পরিবেশ আন্দোলন বাপা। 

“আমাদের জনজীবন নৌ-পথ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিশু-কিশোর শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ অংশ নেয়। 

এসময় বিশ্ব নদী দিবসে সুন্দরবন অঞ্চলরে নদ-নদী দখল ও দূষণ থেকে রক্ষার দাবি জানিয়ে শিশুরা কাগজের প্রতীকী নৌকা ভাসিয়ে দিবসটি পালন করে।

পরে শহরের মামার ঘটে আলোচনা সভায় বক্তারা বলেন, দূষণ-দখল-অপরিকল্পিত শিল্পায়ন-আবাসন-সেতু-কালভার্ট এবং নদীতে জাহাজ ডুবি, জাহাজী বর্জ্য নিক্ষেপ, অপরকিল্পতি চিংড়ি ঘের ও ট্যুরিস্টদের অসচেতনতার কারণে সুন্দরবন অঞ্চলের নদ-নদীর অস্তিত্ব বিলীনতা বন্ধ করার দাবি জানানো হয় এ পথ সভায়। 

এসময় বক্তরা বলেন, মোংলা উপজেলায় ৫৫টি প্রবাহমান সরকারি খাল রয়েছে। সেগুলো দখল করে প্রভাবশালীরা তাতে মাছ চাষ করছে, সেগুলোর উচ্ছেদ অভিযান অব্যাহত রাখাতে হবে।

এসময় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মোংলার আহ্‌বায়ক নূর আলম শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার,  জালিবোট সমিতির সভাপতি এইচ এম দুলাল, বাপা নেতা আব্দুর রশিদ হাওালাদার, নাজমুল হক, কমলা সরকার ও শেখ রাসেলসহ অনেকে।

এছাড়া “সুন্দরবন বাঁচলে এ অঞ্চলের মানুষ বাঁচবে” তাই সুন্দরবন, নদ-নদী ও খাল রক্ষা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুপেয় পানির চাহিদা নিশ্চিতরণের দাবি জানায় শিশুরা। 

নদী-খালকে যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে, ক্ষমতার প্রভাবে মানুষ নদী দখল করছে, এই দখলদারদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবানও জানায় তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি